বাল্য বিবাহ, যৌতুক ও কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক বৈঠকে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বাল্য বিবাহ, যৌতুক ও কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক বৈঠকে

১২ জানুয়ারী বুধবার দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় সুচি মহিলা সংস্থা আয়োজনে বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন দুস্থ মহিলা উন্নয়ন সংস্থা সভানেত্রী হাসনা হেনা ছবি। সুচি নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহনাজ বেগম শিউলি এর সভাপতিত্বে করেন।

প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহের ফলে মা ও শিশুর মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাদেরকে বাল্য বিবাহের কুফল জানিয়ে সচেতন করতে হবে। মাদকের করাল গ্রাসে আজ যুব সমাজ ধ্বংসের দিকে এগুচ্ছে। তাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সুচি নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহনাজ বেগম শিউলি বলেন আমরা দীর্ঘদির ধরে এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করে মানুষদের সচেতন করে আসছি।

এছাড়াও আমরা সেলাই প্রশিক্ষনের মাধ্যমে যুব নারীদের স্বনির্ভর করে গড়ে তুলছি। আসুন সবাই মিলে বলি “যৌতুককে না বলি” “শিশু শ্রম বন্ধ করি”, “মাদককে না বলি” ও “নারী নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হই”।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news