উখিয়া আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২৯ জুলাই, ২০২২, ১ year আগে

উখিয়া আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন

বহুল প্রতিক্ষিত কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২২ সুসম্পন্ন হয়েছে।২৮ জুলাই (বৃহস্পতিবার) উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাহাঙ্গীর কবির চৌধুরী আর ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এতে আরো উপস্হিত হয়ে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা। কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক উপ টিম প্রধান এডভোকেট রনজিত দাশ।

কক্সবাজার ০৪ (উখিয়া-টেকনাফ) জাতীয় সংসদ সদস্য শাহীনা আক্তার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী,সাবেক সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিম সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক টিম সদস্য সচিব এইচ এম ইউনুস বাঙালী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক টিম সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী ও জেলা-উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

পত্রিকাএকাত্তর /এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news