সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২৮ জুলাই, ২০২২, ১ year আগে

সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা

সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সামাজিক বিজ্ঞানের একটি শাখাবিশেষ, যেখানে সামাজিক ও ব্যক্তি মানসিক পরিবর্তন বা সমাজকর্ম ও মানব সম্পর্কের উন্নয়ন বিষয়াবলি নিয়ে আলোকপাত করা হয়।

আজ ২৮/০৭/২০২২ তারিখ সরকারি শিশু পরিবার, নেত্রকোণা প্রাঙ্গণে সমাজকর্ম দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

এসময় তিনি সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন এবং শিশুদের সাথে মতবিনিময় করেন ও সাবেক নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ করেন। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন উন্নয়নমূলক দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news