বিরামপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, বিরামপুর

২৬ জুলাই, ২০২২, ১ year আগে

বিরামপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

"শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় পুরুষ্কার বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে পুরুষ্কার বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি), বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর বেগম, যুব কর্মকর্তা জামিল মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক,উপজেলা আ'লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু।

রহমত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news