আজ ঐতিহাসিক নাজিরপুর দিবস

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২, ১ year আগে

আজ ঐতিহাসিক নাজিরপুর দিবস

আজ ২৬জুলাই। ১৯৭১সালের এই দিনে নেত্রকোণা জেলার কলমাকান্দার নাজিরপুরে নরপিশাচ সর্বহারা দানব শাসক গোষ্ঠী পাকিস্তানের কুলাঙ্গার সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছিল বাংলাদেশের রত্নগর্ভা মায়ের সোনার ছেলে বীর মুক্তিযোদ্ধারা।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ নেত্রকোণা জেলায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়। দিবসের শুরুতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

অতঃপর লেঙ্গুরা ইউনিয়নে সাত শহিদের মাজারে শহিদদের সম্মানে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মহোদয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদেরকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ; মাননীয় সংসদ সদস্য জনাব মানু মজুমদার; সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবা রহমান খান শেফালী; প্রশাসক, জেলা পরিষদ; মেয়র, নেত্রকোণা পৌরসভা; অতিরিক্ত পুলিশ সুপার; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ; রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ই জুলাই মুক্তিযুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে পাক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে সাত জন বীর মুক্তিযোদ্ধা শহিদ হয়েছিলেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা সাত শহিদের মাজার নামে পরিচিত।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news