বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ জুলাই, ২০২২, ১ year আগে

বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ’ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে মোঃ খালেদুজ্জামান ফারছিম দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান ও গাজী শাফায়েত উল্লাহ মহাসচিব নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪শে জুলাই) রাতে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান ফারছিম এবং মহাসচিব গাজী শাফায়েত উল্লাহ।

পূর্ণাঙ্গ কমিটিতে চেয়ারম্যান ও মহাসচিব ব্যতীত অন্যান্য সদস্যরা হলেন—ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মিরাজ মিয়া, দেওয়ান শামীম আল মামুন, মোঃ মেশকাতুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, আবু সায়েদ, মোঃ আসাদুজ্জামান রুবেল, যুগ্ম-মহাসচিব পদে কেএম জাহিদ হাসান অতনু, আব্দুল সামাদ, মোঃ ইমরান খান, আজমির রহমান রিশাদ, সুমন আহমেদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক সাকিব মিয়া, অর্থ সম্পাদক পদে নকিব উল্লাহ, দপ্তর সম্পাদক সৈয়দ সিয়াম আহমেদ, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ হাসনাত আনোয়ার মুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন, প্রকল্প সম্পাদক স্মিতা জান্নাত, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, তথ্য ও গণসংযোগ বিষয়ক সম্পাদক মালিহা হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক নাঈম খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাসপিয়া ইসলাম, সমবায় সম্পাদক রায়হান রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক হামিমুল হক শিহাব, ক্রীড়া সম্পাদক মোঃ সালাউদ্দিন অনিক, আইন, হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক আবদুল করিম, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বিষয়ক সম্পাদক কাউকাব আহম্মেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নাঈম মিয়াজি নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন—আহনাফ তাসবিদ, ফাহমিদা আক্তার রিতু, কানিজ ফাতেমা, নুসরাত জাহান মীম, নুসরাত জাহান শিরীন, হামিমা আক্তার মারিয়া, শামীমা খাতুন, আবির মাহমুদ, সৈয়দ তানজীদ আহমেদ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news