বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী

"নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিরামপুর পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিদ্যুৎ বর্মণ প্রমুখ।

উপজেলা মৎস কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, সারা বাংলাদেশে ৭ জন মৎস্যচাষী স্বর্ণপদক পেয়েছেন। তার মধ্যে বিরামপুর উপজেলার সফল মৎসচাষী এএসএম তারেকুজ্জামান এলিনও স্বর্ণপদক পেয়েছেন।

এসময় বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, চরকাই মৎস্য খামারের খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা মৎদ চাষীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news