হরিণাকুণ্ডুতে মাছের পোনা অবমূক্তকরণ

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

হরিণাকুণ্ডুতে মাছের পোনা অবমূক্তকরণ

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমূক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।নিরাপদ মাছে ভরবো দেশ "বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ ইং, উদযাপন উপলক্ষে রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস কর্মকর্তার দপ্তর আয়োজিত উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নানাধরনের অনুষ্ঠান সূচী হাতে নেওয়া হয়।

র‍্যালী শেষে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমূক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায়, প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র ফারুক হোসেন।

এছাড়াও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নান্নু রেজার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু, কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, চাঁদপূর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,শ্রেষ্ঠ মৎস্যচাষী কামাল উদ্দীন, বজলুর রহমান।

উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহাফুজুল হক,মাধ্যমিক শিক্ষা অফিস সুপার ভাইজার মাসুরা খাতুন, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু,রঘুনাথপূর ইউপি চেয়ারম্যান বসির উদ্দীন, দৌলতপূর ইউপি চেয়ারম্যান একে এম আজাদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষী ও মৎস্যজীবীরা।

শ্রেষ্ঠ মৎস্য খামারী কামাল উদ্দীন এই দিনে তার অনুভুতি জানাতে বলেন তিন হাজার টাকার মাছের রেনু থেকে আজ আমি নয় লক্ষ টাকার মালিক হয়েছি। সাধু পানির মাছ থেকে আজ আমি সাবলম্বী হতে পেরেছি।

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা মোঃ নান্নু রেজা বলেন, জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণা, মাছের পোনা অবমূক্তকরণ, আলোচনা সভা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে এক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষীদের মাঝে পূরুষ্কার বিতরণ এবং মৎসজীবীদের নিয়ে মতবিনিময় ও পরামর্শ সেবাপ্রদানসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

পত্রিকাএকাত্তর /মাহফুজুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news