দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ভোলা জেলা প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২, ১ year আগে

দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ভোলার দৌলতখানে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন।

এ সময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার ও দৌলতখান প্রেসক্লাব সাবেক সভাপতি শ.ম ফারুক, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, সিনিয়র সহসভাপতি গজনবী হাওলাদার, জাকির আলম ও সহসভাপতি এমএ তাহের, উপকূল প্রেসক্লাব সম্পাদক জয়নাল আবেদীন ফরাজী।

সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার ৩ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান।

মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, ব্যানার ফেস্টুনে সংযোগ সড়কে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।

অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরিক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

পত্রিকাএকাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news