বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ এ বিশেষ সম্মাননা পেলেন চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২১ জুলাই, ২০২২, ১ year আগে

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ এ বিশেষ সম্মাননা পেলেন চেয়ারম্যান

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য নাটোর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়ন পরিষদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর- এ এক আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে মনোনীত হওয়ায় বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেলসহ প্রমুখ। চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়।

ধারাবারিষা ইউনিয়ন বাসীর। এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করতে পেরে আমি গর্বিত। আর এই গৌরবের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যদি সঠিক ভাবে কার্যক্রম পরিচালনা না করতেন তাহলে হয়তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করা হয়তো সম্ভব হতো না।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news