নন্দীগ্রামকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নন্দীগ্রাম

২১ জুলাই, ২০২২, ১ year আগে

নন্দীগ্রামকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪০টি গৃহহীন-ভূমিহীন পরিবার দেওয়া হয়েছে জমিসহ আশ্রয়ন প্রকল্পের ঘর। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের এ ঘরের উদ্বোধন ঘোষণা করেন।

এরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে চাবি ও ঘরের দলিলপত্র বুঝিয়ে দেয়া হয়। নন্দীগ্রাম উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাসক রাজস্ব) উজ্জল কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারন সম্পাদক মেয়র আনিছুর‌ রহমান, ওসি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যন আবুল কালাম আজাদ প্রমূখ।

মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে নন্দীগ্রাম উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত বলেন, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে এই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হয়েছে। আর এর মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা নন্দীগ্রাম।

এদিকে নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের করে।

পত্রিকাএকাত্তর /আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news