প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনদের গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২১ জুলাই, ২০২২, ১ year আগে

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনদের গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সিং মাধ্যমে শুভ উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া বাড়ি পাচ্ছে খানসামা উপজেলা ৩২০ ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অতিবৃদ্ধারা। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাবাড়ি ও একটি বাথরুম। প্রধানমন্ত্রী উপহার বাড়ি পাওয়ার ফলে তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হলো।

গৃহহীনরা স্থায়ী আবাসভূমি প্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। বৃহস্পতিবার ২১ জুলাই সকাল সাড়ে ৯ টায় খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে এ গৃহ হস্তান্তর কার্যক্রমের ভিডিও কনফারেন্সিং মাধ্যমে উদ্বোধন করেন।

এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার গরীব মানুষের মুখে হাসি ফোটানোর আজ সেই হাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটিয়েছেন।

বৃহস্পতিবার দেশব্যাপী ৩য় পর্যায়ের ২য় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন।

তিনি আরও বলেন, এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভুক্ত অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীরপক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হবে। ফলে দেশের প্রতিটি উপজেলায় একটি পরিবারও গৃহহীন থাকবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ্ উক্ত উদ্বোধন কার্যক্রমের ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রানি সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোকলেছুর রহমানসহ উপজেলার বিভিন্ন কর্মচারী কর্মকর্তাবৃন্দ খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সংবাদকর্মীসহ অনেক।

বিঃ দ্রঃ বার্তা সম্পাদক ও নির্বাহী পরিচালক মহোদয়ের প্রতি আকুল আবেদন পূর্বের লেখাটি বাতিল করে, পুনরায় এই নিউজটি পাবলিশ করার জন্য বিনীত অনুরোধ করছি।

পত্রিকাএকাত্তর /আজিজার রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news