ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদানে প্রেস ব্রিফিং

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২০ জুলাই, ২০২২, ১ year আগে

ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদানে প্রেস ব্রিফিং

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান বিষয়ে ১৯ জুলাই (মঙ্গলবার) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স রুমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.জুনাইদ আবছার চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন,মৎস্য কর্মকর্তা মো.হাসান আহসানুল কবির সহ চন্দনাইশে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আগামী ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের কাছে আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার ভার্চুয়ালি এই গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করবেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন,চন্দনাইশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ হতে তৃতীয় পর্যায়ে ১৫ জনকে জমি ও গৃহ প্রদান করা হবে। বর্তমান সরকারের অঙ্গীকার অসহায় হত দরিদ্র একটি মানুষও যাতে গৃহহীন না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news