প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর বিষয়ে প্রেসব্রিফিং

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

১৯ জুলাই, ২০২২, ১ year আগে

প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর বিষয়ে প্রেসব্রিফিং

২১ জুলাই ৩য় পর্যায়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৪টায় গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এম এম আলী আক্কাছ, মো. মাজেম আলী, মো. সাজেদুর রহমান ও মিজানুর রহমান।

২১ জুলাই ভার্চুয়াল সভার মাধ্যমে প্রধানমন্ত্রী উপজেলার ৪০টি পরিবারকে একক গৃহ হস্তান্তর করবেন। প্রতিটি গৃহ নির্মাণের জন্য ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news