শ্রমিক নেতার মৃত্যু, টিইউসির শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২২, ১ year আগে

শ্রমিক নেতার মৃত্যু, টিইউসির শোক প্রকাশ

তেজগাঁও শিল্প অঞ্চলের প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র (টিইউসি) সাবেক সহ—সভাপতি জয়নাল আবেদীন অদ্য ১৮ জুলাই'২০২২ রাত সোয়া এক টায় চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রয়াত জয়নাল আবেদীন দীর্ঘদিন কোহিনূর কেমিকেল কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিআইসি শ্রমিক ফেডারেশন এর সহ-সভাপতিও ছিলেন। তিনি তেজগাঁও অঞ্চলের শ্রমিক কর্মচারীদের অধিকার ও দাবী আদায়ের লক্ষ্যে তাদেরকে সচেতন ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের শ্রমিক আন্দোলনে তার অবদান অপরিসীম।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারন সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে জয়নাল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন প্রয়াত নেতা সারাদেশের বিসিআইসিভুক্ত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন

তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে শোষন নিপীড়ন বন্ধ হবে এবং বৈষম্য হ্রাস পাবে। নেতৃবৃন্দ প্রয়াত নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের প্রতি আহবান জানান।

পত্রিকাএকাত্তর /সাহিদা পারভীন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news