মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

১৭ জুলাই, ২০২২, ১ year আগে

মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে মুক্তিযোদ্ধার সন্তান সুপ্রকাশ পালের বিরুদ্ধে মিথ্যে মামলা করার প্রতিবাদে ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’র নির্বাহী পরিচালক ও বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মো. মোজাম্মেল হকের ছেলে আবুল হাসনাত মোহাম্মদ রেজোয়ানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) বেলা ১১টায় থানা মোড়ে ‘‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’’ সংগঠণ ওই মানববন্ধন করে।

মানববন্ধনে লিখিত অভিযোগ পাঠ করেন, ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’র সাবেক কর্মকর্তা সুপ্রকাশ পাল। তিনি বলেন, বিশ বছর ধরে উক্ত প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে চাকরি করেছি। সংস্থার অনিয়ম না মেনে গত ২৭ মার্চ চাকরি ছেড়ে দেওয়ায় এমপি পুত্র রেজোয়ান আমার বকেয়া বেতন-ভাতাদি ৮ লক্ষাধিক টাকা এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র আটকে রেখেছেন।

এর প্রতিকার চেয়ে ইউএনও গুরুদাসপুর, নাটোরের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও জাতীয় মানবাধিকার কমিশন বরাবরে অভিযোগ করেন সুপ্রকাশ। এতে এমপি পুত্র ক্ষিপ্ত হয়ে সুপ্রকাশের বিরুদ্ধে সংস্থার কর্মচারী ও আতœীয় দিয়ে উল্লাপাড়া আমলি আদালতে ২৯মে মিথ্যে মামলা করান। শুধু তাই নয় গত ৬জুলাই তার বিরুদ্ধে কতিপয় কর্মচারী ও আতœীয় দিয়ে মানববন্ধন করে মিথ্যাচার করেন রেজোয়ান।

সুপ্রকাশের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বকেয়া টাকা ও মূল সার্টিফিকেট ফেরত চেয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান জাহিদুল ইসলাম জাহিদ, মো. আকরামুল হোসেন, স.ম সেলিম প্রমূখ।

এব্যাপারে রেজোয়ানের মুঠোফোনে বারবার যোগাযোগ করে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে রেজোয়ানের চাচাতো ভাই মো. শাহাদত হোসেন বলেন, সুপ্রকাশের অভিযোগ সত্য নয়। তাছাড়া সিধুলাই স্বনির্ভর সংস্থা এব্যাপারে দায়ী নয়। বিভিন্ন কারণে সুপ্রকাশ যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তারাই মামলা করেছেন।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news