গরীব ও দুঃস্থদের মাঝে কোরবানীর মাংস বিতরন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

১২ জুলাই, ২০২২, ১ year আগে

গরীব ও দুঃস্থদের মাঝে কোরবানীর মাংস বিতরন

ঈদুল আজহা মুসলিম উম্মাহকে সাম্য, মৈত্রী, ঐক্য এবং ইসলামি ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। এভাবে ঈদুল আজহার উৎসব এবং আনন্দের দিনে প্রতিটি মুসলিম তার সামাজিক অবস্থান ভুলে যায়। পার্থক্য থাকে না ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত, সবল-দুর্বল, বংশ গৌরব, কৌলিন্য ও মান-মর্যাদা।

এ লক্ষ্য নিয়ে এবার সোসাইটি ফর পাটিসেপ্টেরি একশন এন্ড রিফ্লেকশন (এসপিএআর) এর উদ্যোগে মুসলিম এরাউন্ড দি ওয়াল্ড অষ্ট্রেলিয়ার আর্থিক সহযোগিতায় দিনাজপুর জেলার ৫টি উপজেলায় ৫ হাজার দুঃস্থ পরিবার পেলো ঈদ উপহার কোরবানীর মাংস।

গতকাল ও আজ বিরল, সদর, বোচাগঞ্জ, কাহারোল এবং বীরগঞ্জে উপজেলার গরীব ও দুঃস্থদের মাঝে ঈদের কোরবানীর মাংস বিতরন করা হয়। সদর উপজেলা গোদাগাড়ী কলেজ মাঠে গরীব ও দুঃস্থদের মাঝে মাংস তুলে দেন এসপিএআরের নির্বাহী কমিটির চেয়ারম্যান তসলিম আলী ও সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।

এমএটিডাব্লু অনাথ শিশুদের উন্নতমানের খাবার ও শীতের পোশাক বিতরন করে আসছে। এসপিএআরের নির্বাহী কমিটির চেয়ারম্যান তসলিম আলী জানান, এই প্রকল্পের আওতায় বিরল, কাহারোল ও বীরগঞ্জে বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন গ্রামে ২৫০টি টিউবয়ের বসানো হবে।

পত্রিকাএকাত্তর /আরমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news