চন্দনাইশের শীর্ষ আলেম আবদুল মালেক আর নেই

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৯ জুলাই, ২০২২, ১ year আগে

চন্দনাইশের শীর্ষ আলেম আবদুল মালেক আর নেই

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের বদল ফকির বাড়ীর, চন্দনাইশের শীর্ষ আলমেদ্বীন জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, হারলা ও দক্ষিণ জোয়ারা নতুন পুকুর জামে মসজিদের সাবেক খতিব, ধর্মভীরু আদর্শবান ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবদুল মালেক হুজুর ৮ই জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের সময় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইন্তেকালে তাহার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি স্ত্রী,৫ ছেলে ১মেয়ে নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। একই দিন বাদে আছর কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে হুজুরের নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হুজুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ:-চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,আ'লীগের সদস্য আবুল কাসেম বাবলু, শাহাদাৎ নবী খোকা, ৪নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুর রহমান, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,এম মুছা,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,পৌর যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এম লোকমান হাকিম, উপজেলা মসজিদের খতিব মাওলানা আবু তালেব, পেশ ইমাম মাওলানা হাফেজ আহমদ, চন্দনাইশ পৌরসভার গাউসিয়া কমিটির সদস্য আলহাজ্ব মো: ওয়াহিদুল আলমসহ অনেক আলেম-ওলামা রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হুজুরের জানাযা নামাজের ইমামতি করেন গারাংগিয়া দরবার শরীফের খলিফা হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা হাফেজ আবদুল মাবুদ (মা:জি:আ)।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news