ঈদ-উল আযহা

অতিথি লেখক

৮ জুলাই, ২০২২, ১ year আগে

ঈদ-উল আযহা

ঈদ নিয়ে এলো পবিত্রতা,

ঈদ নিয়ে এলো খুশি,

ঈদ নিয়ে এলো আনন্দ,

আরও পড়ুনঃ  পরী

সকল ধর্মপ্রাণ মুসলমানের ঘরে।

ঈদের দিনে ক্ষমা,ঈদের দিনে প্রার্থনা,

ঈদে সবার মিলন।

শুরু হলো জিলহজ্ব মাস,চলো এলো ঈদ।

ধনী গরীব সবার মাঝে ছড়িয়ে পড়ুক আনন্দের নীদ।

আরও পড়ুনঃ  বাবা

হিংসা বিদ্বেষ ভুলে,সবাই মিলেমিশে

একে অপরের সাথে করি মোলাকাত।

খোদার রহম নেমে আসুক মাওলার কাছে রাখি মোনাজাত।

রাগ-অভিমান যতই থাকুক,হৃদয় পাষাণ তোমার যত,

সবার সাথে সবাই মিশবে,ভুলে রাগ অভিমান শত।

সাধারণ মানুষের মুখে আজ ফুটে উঠবে সুখের হাঁসি,

তাইতো এই হৃদয়ে আসবে ঈদের দিনের যত খুশি।

পড়বো নামাজ ঈদের দিনে জামাতবদ্ধ হয়ে সবাই,

কোলাকোলি করবো মোরা নামাজ শেষে একে অন্যের সাথে দাড়ায়।

বড়ই খুশির, পবিত্র উৎসব ঈদ, সকল মুসলমানের,

বাদশা ফকির সবার মনে রবে জিকির মহান রবের।

কোরবানিতে রাখবো হাত সবাই এক হয়ে,

বিলীন করবো গোস্ত সবার মাঝে খুশি মনে।

কোরবানিতে বরকত, কোরবানিতে রহমত,

এই আত্মত্যাগে অংশ নিব সবাই করি শপথ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news