নাড়ির টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ জুলাই, ২০২২, ১ year আগে

নাড়ির টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা’র ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন, বাস সহ বিভিন্ন বাহনে নীলফামারীর ডোমারের দিকে ছুটে আসছে এই জনপদের স্থায়ী বাসিন্দারা। এছাড়া অন্যান্য শহরে জীবিকা কিংবা শিক্ষার তাগিদে অবস্থানরত ডোমারের বাসিন্দারা ফিরছেন।

ট্রেনের কামরায় জায়গা না পেয়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে আসছেন ছাদে। ঈদ যাত্রা শুরু হওয়ার পর থেকে দীর্ঘ লাইন কিংবা সার্ভার সমস্যার মাঝেও টিকিট কেটে বাড়ি ফিরছেন তারা। তবে গন্তব্যে পৌঁছানোর পর আনন্দের বাঁধ যেন থামছে না যাত্রীদের।

অন্যদিকে, ঢাকা কিংবা দুরপাল্লার বাসগুলোতে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন অসংখ্য মানুষ। অনেকেই বাস ও ট্রেনের টিকেট না পাওয়ায় মাইক্রোবাসে আসছেন।

কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী আসাদুজ্জামান পারভেজ জানান, বাবা-মায়ের সাথে ঈদ করতে সপরিবারে ডোমার পৌঁছালাম। ট্রেনে জায়গা তেমন ছিল না। টিকেট কেটে আসনে বসলেও, যাত্রীদের উপচে পড়া ভিড়ে কিছুটা দুর্ভোগ হলেও গন্তব্যস্থলে আসার পর বেশ ভালো লাগছে।

ট্রেনের ছাদে ভ্রমণ করে আসা যাত্রী রফিকুল বলেন, ঢাকায় ইমারত নির্মাণের জন্য শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলাম। আব্বা-আম্মার সাথে ঈদ করবো বলে দুইদিন লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ছাদে করে আসলাম। ভয় লাগলেও পরিবারের টানে বাড়ি ফিরে আনন্দ হচ্ছে।

এছাড়া বরেন্দ্র এক্সপ্রেসে আসা রাবি শিক্ষার্থী ফিরোজ বলেন, ক্যাম্পাস বন্ধ হওয়ায় বাড়ি ফিরলাম। রাজশাহী থেকে সৈয়দপুর অব্ধি যাত্রীদের ভিড় থাকলেও পরবর্তীতে কমে গেছে। তবে টিকেট পেতে অনেক বেগ পেতে হয়েছিল। অবশেষে আসতে পেরে ভালোই লাগছে। তবে ডোমার স্টেশন থেকে পাটগ্রাম যাওয়া একটি কষ্টসাধ্য। রাতে অটো ইজিবাইকে ভাড়া গুণতে হবে বেশি।

বাসে ডোমার আসা আবির হাসান বলেন, গাবতলী থেকে বাসে উঠেছিলাম। রাস্তায় হালকা যানজট থাকলেও কিছু কিছু জায়গায় সড়ক সংস্কারের কাজ চলায় একটু সমস্যা হয়েছিল। তবে নির্বিঘ্নে পরিবারের সাথে ঈদ করতে আসতে পেরে আমি আনন্দিত।

ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসে যাত্রীদের ভিড় অনেক। ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ হলেও যাত্রীদের চাপের কারণে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। চিলাহাটি গামী মাত্র একটি ট্রেন ঢাকা থেকে হওয়ায় যাত্রীর চাপ অতিরিক্ত। অন্যান্য ট্রেনেও ডোমারগামী যাত্রীদের ভিড় লক্ষণীয়। ঈদে ঘর ফেরা অতিরিক্ত মানুষের যাত্রার কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা থেকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, খুলনা থেকে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস, রাজশাহী থেকে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। আবার বেসরকারী মালিকানাধীন বাসগুলোতেও আসছে সাধারণ মানুষ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news