কলেজের অধ্যক্ষের লাঞ্চিতঃ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

নড়াইল জেলা প্রতিনিধি

৬ জুলাই, ২০২২, ১ year আগে

কলেজের অধ্যক্ষের লাঞ্চিতঃ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে অনাকাংখিত ঘটনাসহ সারাদেশে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬জুলাই) সকাল ১১টার দিকে নড়াইল আদালত সড়কে “নীপিড়নের বিরুদ্ধে নড়াইল”এর ব্যানারে এ মানববন্ধনে সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বীর মুক্তিযোদ্ধা আব্দুুল্লাহেল বাকী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস এ মতিন,বাংলাদেশের ওয়াকার্স পার্টির নড়াইলের সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জাসদ নড়াইলের সভাপতি অ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক অ্যাডঃ মাহমুদুল হাসান কায়েচ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন, অধ্যাপক মলয় নন্দী, ব্যাবসায়ি আব্দুল মকিত লাবলু, অ্যাডঃ বসিরুল হক প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বক্তরা বলেন,যেখানে পুুলিশ সুপার উপস্থিত থাকে সেখানে ওসি নিজে কোন সিদ্ধান্ত নিতে পারেনা।

আমরা ভিডিও তে দেখতে পেরেছি পুুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন। তাহলে পুুলিশ সুপারকে কেন প্রত্যাহার না করে ওসিকে প্রত্যাহার করা হলো। আমরা এই পুলিশ সপারের প্রত্যাহার চাই। জেলা প্রর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা সহ প্রায় ৩’শ পুলিশের উপস্থিতিতে একজন নিরাপরাধ শিক্ষকে কেন জুতার মালা পরিয়ে কলেজ ঘোরানো হয়েছে।

ঘটনার উস্কানিদাতা শিক্ষকদের চিহিৃত করে চাকুরি থেকে অব্যহতি দেয়াসহ ৫ দফা দাবি এবং এঘটনার সুষ্ঠ বিচার বিভাগীয় তদন্ত্র ও বিচারের দাবি জানানো হয়। এদিন বিকেলে (বুধবার) নড়াইল প্রেসক্লাবের সামনে বাম গনতান্ত্রিক জোট এ ঘটনায় বিচার ও সম্প্রীতি রক্ষার দাবিতে সমাবেশ করে।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,যশোর জেলা সিপিবি-এর সভাপতি আবুল হোসেন, নড়াইল জেলা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি মনিউর রহমান জিকু, নড়াইল জেলা সিপিবি-এর সাধারণ সম্পাদক অব্ধন রায় প্রমুখ। এদিকে অধ্যক্ষ হেনস্তার ঘটনায় সর্বশেষ গেস্খফতার হওয়া নূর নবীর বিরুদ্ধে ৩দিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে।

বুধবার (৬জুলাই) থেকে শুরু হয়েছে আগামি শুক্রবার পর্যন্ত এ রিমান্ড কার্যকর হবে। বুধবার সদর আমলি আদালতে রিমান্ড শুনানী শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। অধ্যক্ষ হেনস্তার মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো. মাহামুদুর রহমান বলেন, বুধবার নূর নবীর বিরুদ্ধে বুধবার থেকে রিমান্ড কার্যকরী হবে।

অন্যদিকে রিমান্ডে আনা ৪জন মর্জিাপুর গ্রামের শাওন, মনিরুল, রিমন ও রুখালি গ্রামের রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার (৬জুলাই) শেষ হবে। বৃহস্পতিবার দুপুরের আগে তাদের হাজতে প্রেরণ করা হবে। তিনি বলেন জিঞ্জাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেটা জানানো যাচ্ছে না। এ পর্যন্ত ৫জন গ্রেফফতার হয়েছে।

গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে মহানবী (সাঃ) কে অবমাননাকর এক পোস্টে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্চিত করা হয়। ফেসবুকে পোস্ট দেবার ঘটনায় অভিযুক্ত রাহুলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সে এখন হাজতে। এছাড়া অধ্যক্ষ লাঞ্ছিতের মামলায় মামলায় ১৭০-১৮০জনকে আসামি করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news