ঠিকানাহীন ১১০পরিবারের মাঝে ব্যারাক হাউজ হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৪ জুলাই, ২০২২, ১ year আগে

ঠিকানাহীন ১১০পরিবারের মাঝে ব্যারাক হাউজ হস্তান্তর

নাটোরের গুরুদাসপুরে ঠিকানাহীন মানুষের পুনর্বাসনের জন্য বৃ-চাপিলা আশ্রয়ণ-২ প্রকল্পের ২২টি ব্যারাক হাউজ হস্তান্তর করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। এ উপলক্ষে সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বৃ-চাপিলার ওই ব্যারাক হাউজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। এমপি কুদ্দুস সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, মাত্র ৪ মাসে (৩ মার্চ - ৪ জুলাই) ৫.৩৪ একর জমির ওপর ২২টি ব্যারাক হাউজ নির্মাণ করে তারা ( সেনাবাহিনী) দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ ব্যারাকে গরীব শিশুদের লেখাপড়া করার জন্য একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া ব্যারাক সংলগ্ন কাঁচা রাস্তা দ্রুত এইচবি (হেরিংবন্ড) করার জন্য ইউনিয়ন পরিষদকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমূখ।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউএনও তমাল হোসেন বলেন, সরকারী এ জমিগুলো প্রভাবশালীদের দখলে ছিল। দশটি মামলা-মোকদ্দমা মোকাবিলা করে জমি উদ্ধার এবং বালি ভরাট করা হয়েছে।

এতে প্রশাসনকে চরম বেগ পেতে হয়েছে। আলোচনা শেষে ৫ একর ৩৪ শতাংশ জমির উপর নির্মিত ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ। ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news