গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ জন কৃষক

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

৪ জুলাই, ২০২২, ১ year আগে

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ জন কৃষক

ময়মনসিংহের গৌরীপুরে ২০২১-২২ অর্থবছরের খরিপ-২/২২-২৩ মৌসুমের রোপা আমন ফলন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ৫৪০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সরকারের বিনামুল্যে প্রণোদনা কর্মসূচীর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস হল রুমে এ প্রণোদনা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপ সরকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান প্রমুখ।

পত্রিকাএকাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news