নেত্রকোনায় বন্যার্তদের পাশে মানবিক প্রকৌশলী আবু সুফিয়ান লিমনের নেতৃত্বে পেশাজীবীরা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৪ জুলাই, ২০২২, ১ year আগে

নেত্রকোনায় বন্যার্তদের পাশে মানবিক প্রকৌশলী আবু সুফিয়ান লিমনের নেতৃত্বে পেশাজীবীরা

গত পহেলা জুলাই রোজ শুক্রবার নেত্রকোনা সদর উপজেলার বোবালা বাজার ও টেগাতি ইউনিয়নের পানি বন্দী বড়ইকাঠুরি এবং ত্রিশকাউনিয়া গ্রামে মানবিক প্রকৌশলী মো: আবু সুফিয়ান মাহবুব (লিমন) এর নেতৃত্বে পেশাজীবী এসএসসি ২০০১ বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে বন্যার্তদের জন্য শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও স্যালাইন বিতরণ করা হয়।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে আইইবির ইলেকট্রিক্যাল ডিভিশনের সম্পাদক ও পেশাজীবী এসএসসি ২০০১ বাংলাদেশ গ্রুপের ফাউন্ডার ও ক্রিয়েটর এডমিন প্রকৌশলী মো: আবু সুফিয়ান মাহবুব (লিমন) জানান যে, 'বন্ধু ও অসহায়দের পাশে সবসময়' এ স্লোগান কে সামনে রেখে পেশাজীবীর বন্ধুরা আর্তমানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। আমাদের গ্রুপটি ৮ মাস পূর্বে ক্রিয়েট করা হয়েছে। ইতিমধ্যে আমরা বন্ধুদের জন্য সহযোগীতামূলক কাজ, বন্ধুদের জন্য বিনোদনমূলক আয়োজন, বন্ধুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ, রাষ্টীয় ও জাতীয় দিবসসমূহ পালন, দেশের অসহায় ,দুস্থ ও এতিমদের সহযোগীতায় মানবিক কর্মসূচি আয়োজন, মাহে রমজানে দেশের বিভিন্ন এলাকার মসজিদ/মাদ্রাসা/এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন, যাকাত ফান্ডের মাধ্যমে অসহায় বন্ধুদের (নাম প্রকাশ ব্যাতিত) সহযোগীতা প্রদান, সমাজের দুস্থ দের শাড়ী- লুংগি বিতরন করন সহ বিভিন্ন সময় অসহায়দের মাঝে বাজার বিতরন, খাবার বিতরনসহ মানবিক কাজ করে যাচ্ছি। নেত্রকোনায় এসে বন্যার্ত মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত"।

তিনি এই কার্যক্রমে যারা সহযোগীতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের বিত্তবান ব্যক্তিদের বন্যার্ত ও অসহায়দের পাশে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news