কোরবানির হাট কাঁপাবে ৩০ মণের ‘ বাহুবলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

২ জুলাই, ২০২২, ১ year আগে

কোরবানির হাট কাঁপাবে ৩০ মণের ‘ বাহুবলী

আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার কোরবানির পশু হাটে বিক্রির জন্য প্রস্তুত ৩০ মণ ওজনের বাহুবলী। লাল রঙের বিশাল আকৃতির এ ষাড়টিকে ১২ লাখ টাকায় বিক্রি করতে চান খামারী আব্দুল আজিজ। তবে গরু দাম হচ্ছে বর্তমানে সাড়ে ৭ থেকে ৮ লাখ টাকা। বাহুবলীকে গড়ে ১৫ শত টাকার খাবার দিতে হয়। যে হারে গো-খাদ্যের দাম। গরু জন্য প্রতিদিন খাদ্যের এই যোগান আর দিতে পারছি না আব্দুল আজিজ।

উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের কৃষক আব্দুল আজিজ তিন বছর ধরে গরুটিকে পালন করেছেন। শখ করে এ গরুটির নাম দিয়েছেন বাহুবলী। বাছুর অবস্থা থেকেই তিনি বাহুবলীকে পরম মমতায় লালন পালন করে এসেছেন। এতো বড় গরু কখনো পালন করেননি এর আগে। এজন্য বাহুবলী প্রতি তার বেড়ে গেছে মায়া। নিজের সংসার চালাতে হিমসিম খেলেও বিশাল আকৃতির এই গরুটির খাবার যোগান দিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যের মতোই পালিত হয়েছে বাহুবলী। সকল মমতার বন্ধন ছিন্ন করে এই পশুটিকে এবার বিক্রির জন্য কোরবানির হাটে তোলা হবে।

কৃষক আব্দুল আজিজ জানান,দীর্ঘদিন ধরে লালন পালন করায় পরিবারের অংশ হয়ে পড়েছিল বাহুবলী। গরুটার প্রতি মমতা জন্মে গেছে। এ কারণে গত দুই বছর বিক্রি করতে পারিনি। নিজেদের সংসার চালাতে হিমশিম খেলেও, বাহুবলীকে খাবার যোগান দিয়েছি। কিন্তু এই যোগান আর দিতে পারছি না।#

পত্রিকা একাত্তর /মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news