পদ্মা সেতু উদ্বোধন এর মাহিন্দ্রকণে নেত্রকোণা

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২৫ জুন, ২০২২, ১ year আগে

পদ্মা সেতু উদ্বোধন এর মাহিন্দ্রকণে নেত্রকোণা

মানুষ জন্মগতভাবেই স্বপ্নবিলাসী। স্বপ্নদেখা মানুষের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর এই স্বপ্ন যখন পূরণ হয় তখন মানুষের আনন্দের সীমা থাকে না।স্বপ্ন থাকলে সাফল্য আসবেই এটাই স্বাভাবিক। স্বপ্নহীন মানুষ পালবিহীন জাহাজের মতোই।

বর্তমান আওয়ামী লীগ সরকারের স্বপ্নের অন্যতম একটি অংশ ছিলো পদ্মা নদীর উপর একটি সেতু।পূরণ হলো বাঙালির বহু যুগের লালিত স্বপ্ন, পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববাসী আরেকবার জানল বাংলাদেশের আত্মবিকাশ, আবেগ ও আভিজাত্যের মর্যাদা।

আজ ২৫/০৬/২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে ওই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।

এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জেলার মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, মেয়র, নেত্রকোণা পৌরসভা মোঃ নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news