পদ্মাসেতু উদ্বোধনীতে মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচি

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

উপজেলা প্রতিনিধি | মোল্লাহাট, ফকিরহাট

২৫ জুন, ২০২২, ১ year আগে

পদ্মাসেতু উদ্বোধনীতে মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচি

মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের বহুমুখী পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেলি ও গণ মিষ্টি বিতরণ করা হয়েছে। ২৫ জুন শনিবার স্বপ্নের বহুমুখী পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে এদিন সকাল থেকে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ সকল কর্মসূচি উদযাপন করা হয়।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের শুরুতে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় স্বপ্নের বহুমুখী পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এরপর একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

পরে বর্ণাঢ্য এক রেলি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোল্লাহাট বাজার ও নিকটস্থ সড়কে পথচারীদের মাঝে গণ মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিভুতি, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক অভিজিৎ রানা, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমূখ।

পত্রিকাএকাত্তর /সৌরভ কুমার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news