পদ্মা সেতু উদ্বোধন : ডোমারে বড়পর্দায় সরাসরি সম্প্রচার

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ জুন, ২০২২, ১ year আগে

পদ্মা সেতু উদ্বোধন : ডোমারে বড়পর্দায় সরাসরি সম্প্রচার

বিভিন্ন বাধাবিপত্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে পূরণ হলো কোটি কোটি বাঙালির স্বপ্ন। দেশের ঐতিহাসিক স্থাপনা ‘পদ্মা সেতু’ এর উদ্বোধন হলো আজ। আর সেই ঐতিহাসিক মুহূর্ত বড়পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদযাপন করলো ডোমারবাসী।

শনিবার (২৫শে জুন) সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত মেগা প্রকল্পের জমকালো উদ্বোধনে মাওয়া পয়েন্টে সকাল সাড়ে ১১টায় স্মারক ডাকটিকিট, স্যুভেনির শীট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন তিনি।

বেলা ১২টায় মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সাধারণ মানুষ।

পত্রিকাএকাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news