গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায়, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, শিক্ষার্থী জেসমিন আক্তার প্রমূখ।
এর আগে একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার করা হয়।
পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল