সরিষাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সরিষাবাড়ি প্রতিনিধি

সরিষাবাড়ি প্রতিনিধি

২৩ জুন, ২০২২, ১ year আগে

সরিষাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন দলটি। এ সময় জাতীয় পতাকা উওোলনের মাধ্যমে শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব ছানোয়ার হোসেন বাদশাহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ি উপজেলা।

আরো উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ি উপজেলা। উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলার মেয়র মনির উদ্দিন মনির। এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ৭৩ বছরের পথচলার সোনালি অর্জনের নাম বাংলাদেশ।

এই রাষ্ট্র ও জাতিকে সমৃদ্ধ করার জন্য আওয়ামী লীগের নিরলস লড়াই চলমান রয়েছে। সংগ্রাম ও স্নেহ-ভালোবাসায় একাকার হয়ে, আওয়ামী লীগ ও বাংলাদেশ- এক অপরের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। বাঙালি জাতি জয় বাংলা বলে প্রতিনিয়ত আগে বাড়বে।

বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতোভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা; এই সবকিছুর মূলেই রয়েছে একটি নাম- বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার পথচলা একই সরলরেখায়, তাই কাউকে ছাড়া কারো ইতিহাস রচনা করা সম্ভব না।

আর স্বাধীনতার পর আবার বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে নতুন করে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এখানেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। আধুনিক বাংলাদেশ, আওয়ামী লীগ ও শেখ হাসিনা- একই সূত্রে গাঁথা। ৭৩ বছর বয়সের পরিণত এই দলটির হাত ধরে আজ বিশ্বের বুকে বিস্ময় হিসেবে আত্মপ্রকাশ করেছে বাঙালি জাতি।

পত্রিকাএকাত্তর /সিহাব উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news