বিশ্বনবীকে কটূক্তি প্রতিবাদে টেকনাফ উপজেলা ওলামা পরিষদে উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

১৪ জুন, ২০২২, ১ year আগে

বিশ্বনবীকে কটূক্তি প্রতিবাদে টেকনাফ উপজেলা ওলামা পরিষদে উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে ভারতের জনতা পার্টি (বিজেপির) নেত্রী নুপুর শর্মা এবং নয়া দিল্লি গণমাধ্যম শাখার মুখপাত্র নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) কে বিতর্কিত মন্তব্য করায়, আজ (১৩ জুন সোমবার) বাদে দুপুর টেকনাফ বাসষ্টেশন চত্বরে স্লোগানে স্লোগানে মুখরিত টেকনাফের আকাশ বাতাস, " বিশ্বনবীর অপমান সইবো না আর মুসলমান" এমন ধ্বনি প্রকম্পিত হয়।

টেকনাফ ওলামা পরিষদের ব্যানারে এক বিশাল বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন মা আয়েশা ছিদ্দিকা (রা:) এর শানে অবমাননাকর মন্তব্য করে মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। তাদের শাস্তির দাবীতে টেকনাফের আপমর জনতা ঐক্যবদ্ধ হয়েছে। প্রয়োজনে ভারত অভিমূখে লংমার্চের ডাক আসতে পারে, সে সময় সর্বস্থরের জনতাকে ঝাঁপিয়ে পড়তে হবে।

এছাড়া বক্তারা নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ(সা:) ও উম্মুল মু-মিনীন হযরত আয়েশা (রা:) এর শানে অবমাননাকর মন্তব্য কারীদের শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান। শীঘ্রই ভারতের রাষ্ট্রদূতকে তলব ও চলতি সাংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাবেরও দাবী জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, আল্ জামিয়া আল ইসলামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মো: কিফায়ত উল্লাহ শফিক, হ্নীলা দারুস্সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন, উত্তর লম্বরী মাদরাসা ও হিফয খানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল হক হক্কানী, সাবরাং দারুল উলুম বড় মাদরাসার মুহতামিম মাওলানা নুর আহমদ, লেদা মাদরাসা ইবনে আব্বাস(র:) এর মুহতামিম ক্বারী শাকের আহমদ, সাবরাং কাটাবনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুনির আহমদ, সাবরাংয়ের মাওলানা ছলিম উল্লাহ প্রমুখ।

সমাবেশে হাজার হাজার আম-জনতা মিছিলে মিছিলে অংশ গ্রহন করেন। এসময় আল্লাহু আকবর ধ্বনিতে পুরো টেকনাফ প্রকম্পিত হয়ে উঠে এবং টেকনাফের শাপলা চত্বর মোর দিয়ে মিছিলটি গুরে এসে বাস-স্টেশন চত্বরে গিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে সমাবেশ শেষ করা হয়।

মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news