ফেনীতে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে সবুজ আন্দোলন

অতিথি লেখক

৫ জুন, ২০২২, ১ year আগে

ফেনীতে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছে সবুজ আন্দোলন

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে।

সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার আহবায়ক এম মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ফেনী সদর মোটবী ইউনিয়নের সাতসতী ছালেহা আমিন ইসলামীয়া মাদ্রাসায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এন এন জীবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা শাখা সমন্বয়কারী মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, ছালেহা আমিন ইসলামীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক হাফেজ ছারওয়ার হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ফেনী জেলার পরিবেশ ছিল বসবাসের উপযোগী। বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হয়েছে। দখলদারিত্বের ফলে নদীগুলো বিলীন হওয়ার পথে। খালেদর চিহ্ন তো নেই।

আমরা কিছুদিন ধরে সবুজ আন্দোলনের উদ্যোগে ফেনীতে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতায় কাজ করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলন ফেনী জেলা শাখার সদস্য হাফেজ এরফান উদ্দিন আরমান, আবদুল কাদের, মাওলানা শহিদুল্লাহ, মুহাম্মাদ আলমগীর, রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরুল হুদা রাসেল মিয়াজি।

পত্রিকা একাত্তর /রফিকুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news