মিতালী এক্সপ্রেস ফিরতি ও বাংলাদেশ থেকে প্রথম যাত্রায় যাত্রী গেল ৮ জন

নীলফামারী জেলা প্রতিনিধি

৩ জুন, ২০২২, ১ year আগে

মিতালী এক্সপ্রেস ফিরতি ও বাংলাদেশ থেকে প্রথম যাত্রায় যাত্রী গেল ৮ জন

১লা জুন থেকে ভারত-বাংলাদেশ মধ্যে চালু হওয়া মিতালী এক্সপ্রেস ট্রেনে গতকাল ফিরতি ও বাংলাদেশ থেকে প্রথম যাত্রায় যাত্রী গেল ৮ জন। এর মধ্যে ভারতীয় ৫ জন বাংলাদেশী ৩ জন।

মিতালী এক্সপ্রেস ট্রেন গত ১লা জুন চালু হয়ে গতকাল ২রা জুন রাত ৯.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ২ ঘন্টা দেরিতে ৩ রা জুন শুক্রবার নিউ জলপাইগুরির উদ্দোশ্য আজ সকাল ৭ টা ৪০ মিনিটে চিলাহাটি পৌছায়।

মিতালী এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট বিরতি দিয়ে সকাল ৮ টা ১০ মিনিটে বাংলাদেশের ইঞ্জিন দিয়ে নিউ জলপাইগুরির উদ্দোশ্য ছেড়ে যায়। বাংলাদেশের ইঞ্জিন ভারতে হলদিবাড়ি পর্যন্ত গিয়ে ১ ঘন্টা পর বাংলাদেশ ফেরত আসে।

ট্রেনটির পরিচালক ছিলেন সৈয়দুল ইসলাম,ট্রেনের লোকমাষ্টার আকতার হোসেন ও ইছুউব আলী । ট্রেনটিতে ভারতীয় ১০ জন রেলওয়ের ত্রুরু ছিলেন।

পত্রিকা একাত্তর /শাহাজাহান বিপ্লবী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news