দক্ষিন আইচায় জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২২, ১ year আগে

দক্ষিন আইচায় জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত

চরফ্যাশনের দক্ষিন আইচায় শহিদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার ৩০ মে সকাল ১০ টায় দক্ষিন আইচা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিন আইচা থানা বিএনপির কর্নধার সাইফুল ইসলাম ফারুক মাস্টার এর বাস ভবনে অনুষ্ঠিত হয়।

দক্ষিন আইচা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক সাইফুল ইসলাম ফারুক এর সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শাহাদাত বার্ষিকী পালিত হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন দক্ষিন আইচা থানা যুবদলের সাধারন সম্পাদক মোঃনুরুল ইসলাম হাওলাদার,যুবদল নেতা বশির হাওলাদার,শ্রমিকদল নেতা মোঃহারুন আখন,মোঃদুলাল সহ দক্ষিন আইচা থানা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন এর অসংখ্য নেতাকর্মী।

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধান জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত তিনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী।

পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়।

১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন।

পত্রিকা একাত্তর /সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news