মুদি দোকানদারকে হত্যার পর লাশ গুমর মামলায় ৩ জনের ফাঁসি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৩ মে, ২০২২, ১ year আগে

মুদি দোকানদারকে হত্যার পর লাশ গুমর মামলায় ৩ জনের ফাঁসি

দিনাজপুর ফুলবাড়ীত মুদি দোকানদারকে হত্যার পর লাশ গুমর মামলায় ৩ জনের মত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।আজ সামবার বিকাল ৪ টার দিক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক মেহেদী হাসান মন্ডল এ রায় প্রদান করেন। আদালত রায় প্রদানের সময় সকল আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করা হয়।

মৃত্যুদন্ড আসামিরা হলেন আতাউর ওরফে আতর আলী (৩৮) রেজাউল করিম বাবু (৩৫) ও শরিফুল ইসলাম (৩০)যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলা গালাম রবানী (৩০) একরামুল হক (৩৮) জাহাঙ্গীর আলম (৪০) সাঈদ আলী (৪৫)উল্লখ্য গত ২১ আগষ্ট ২০০৯ তারিখ জেলার ফুলবাড়ী উপজলার গড়পিংলাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (২৪) ক স্থানীয় জয়গঞ্জ বাজার থেকে রাত ১০ টার দিক বাড়ীর যাওয়ার পথ এমআইবি ইটের ভাটায় ভিতরে নিয়ে ইট দিয়ে মাথা থ্যাতলিয়ে হত্যার পর লাশ গুমর উদ্দেশ্যে ইটের স্তপের মধ্য ঢুকিয়ে রাখে । পরে পুলিশ রক্তমাখা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট ময়না তদন্তের প্রতিবেদন ও আসামিদের জবানবন্দীর ভিত্তিতে চার্জশিট আদালত প্রদান করে। দীর্ঘ সময় উভয় পক্ষর আইনজীবীদের তর্ক যুক্তিতর্কর ভিত্তিতে এই রায় প্রদান করা হয়। এই হত্যা মামলায় ১৬ জন স্বাক্ষির জবানবন্দীর গ্রহন শেষে এই রায় প্রদান করা হয়।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালত উপস্তি ছিলন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভাকট একরামুল আমিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলন সহকারী পিপি শাহ মোস্তাফিজুর রহমান টুটুল।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news