ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ

জেলা প্রতিনিধি, নওগাঁ

২৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধামইরহাট থানার সকল কর্মকর্তা-কর্মচারী, সহযোগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বোপরি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ‘ঈদ মোবারক’। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির। এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, শহর নগর গ্রামগঞ্জে, তথা সারা বিশ্বে। শহরবাসী মানুষ নাড়ির টানে রক্তের আকর্ষণ ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সাথে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি।

কে ছোট কে বড় কে ধনী কে দরিদ্র সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই।

মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল ফিতরে এ।

সেই সাথে ঈদুল ফিতরের দীর্ঘ এই ছুটিতে আইন-শৃঙ্খলা বজায় রেখে সবাই চলাচল করবো এটাই প্রত্যাশা করি। অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির। এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, শহর নগর গ্রামগঞ্জে, তথা সারা বিশ্বে। শহরবাসী মানুষ নাড়ির টানে রক্তের আকর্ষণ ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সাথে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি।

কে ছোট কে বড় কে ধনী কে দরিদ্র সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল ফিতরে এ । সেই সাথে ঈদুল ফিতরের দীর্ঘ এই ছুটিতে আইন-শৃঙ্খলা বজায় রেখে সবাই চলাচল করবো এটাই প্রত্যাশা করি।

পত্রিকা একাত্তর /মোঃ শহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news