নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

সদর উপজেলা প্রতিনিধি, নড়াইল

২৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। আজ ২৮ (এপ্রিল) রোজ বৃহস্পতিবার পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উক্ত দিবস উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি ও নড়াইল জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসম উক্ত অনুষ্ঠানে, নড়াইল জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের চেয়ারম্যান আলমাচ হোসেন মৃধা এর সভাপতিত্বে উদ্ধোবনী অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ছানা মাহারুফ হোসাইন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোর্সেদুল আলম,

সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) পশুপতি বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ ওমর ফারুক, পিপি এ্যাডঃ এমদাদুল ইসলাম, জিপি এ্যাডঃ অচীন কুমার চক্রবর্তী, লিগ্যাল এইড এর পক্ষে অতিরিক্ত পিপি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, রঞ্জনা বেগম, জোৎসনা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার আমাতুল মোর্সেদা। উক্ত অনুষ্ঠানে লিগ্যাল এইড এর দুজন আইনজীবীদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞ বিচারক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পত্রিকা একাত্তর /মোঃ খালিদ হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news