কোম্পানীগঞ্জে ঈদ উপলক্ষে ১০৬টি গৃহ হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

২৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

কোম্পানীগঞ্জে ঈদ উপলক্ষে ১০৬টি গৃহ হস্তান্তর

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছেন।

মঙ্গলবার সকাল ১১ টার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গৃহগুলোর চাবি হস্তান্তরের উদ্বোধন করেন। উপজেলার চরপার্বতী, চরহাজারী, চরফকিরা, রামপুর ও মুছাপুর ইউনিয়নের ১০৬জন ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়নের গৃহের চাবি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ শাহাব উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মো:খোরশেদ আলম চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত এস এম মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন,

উপজেলা প্রকৌশলী এলজিইডি শেখ মাহফুজুল হোসাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সেলিম,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন,রামপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমনন প্রমূখ।

পত্রিকা একাত্তর /আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news