প্রধানমন্ত্রী উপহার বাড়ি হস্তান্তর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

২৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

প্রধানমন্ত্রী উপহার বাড়ি হস্তান্তর

ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরে সেমি পাকা ঘর পেল ১ হাজার ৮৫৬ পরিবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাস জমিতে প্রতিটি ঘরে তৈরিতে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৬৯ হাজার করে টাকা।

জেলা সদরের উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জানকী, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

এছাড়াও বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঘরের চাবি এবং দলিল তুলে দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়াও অন্যান্য উপজেলায় হস্হান্তর অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা।

গৃহহীন ভূমিহীন পরিবারের হাতে বাড়ির চাবি এবং বাড়িসহ দুই শতক করে জমির মালিকানার দলিল তুলে দিয়েছেন তারা।

এর আগে দিনাজপুরে প্রথম দফায় ৪ হাজার ৭৬৪টি এবং দ্বিতীয় দফায় আরো ৩ হাজার ১২৫টি ভূমিহীন পরিবারকে প্রধান মন্ত্রীর বাড়ী উপহার তুলে দিয়েছেন সংশ্লিষ্টরা।

তৃতীয় দফায় আজ মঙ্গলবার ১ হাজার ৮৫৬টি পরিবারকে ঘরে হস্তান্তর করা হলেও প্রক্রিয়ায় থাকা আরো ৮৭৩টি পরিবারকে ঘরে তুলে দেবেন সংশ্লিষ্টরা।

পত্রিকা একাত্তর /মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news