পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ২১৫ জন ভূমিহীন

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

২৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ২১৫ জন  ভূমিহীন

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পাচ্ছেন বরগুনার পাথরঘাটার ২১৫ জন ভূমি ও ঘরহীন পরিবার। এখন নতুন ঠিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন অসহায় এসব মানুষ।

মুজিবর্ষ উপলে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায় জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।

রোববার বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকছেদুল আলম, উপ সহকারি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করার কথা রয়েছে। এর আগে এ উপজেলায় প্রথম ধাপে ২১ ও দ্বিতীয় ধাপে ৭৭ ভূমিহীনরা ঘর ও জমি পেয়েছেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে বাড়ি বাড়ি গিয়ে যাচাই বাছাই করে প্রকৃত গৃহ ও ভূমিহীনদের তালিকা করা হয়েছে। ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্ধোধন করবেন।

তিনি আরও বলেন, তৃতীয় ধাপে ২৬ এপ্রিলে ১০০ ঘর সম্পুর্ণ কাজ সমাপ্ত করে উপকারভোগিদের মাঝে হস্তান্তর করা হবে। বাকি ১১৫টির কাজও প্রায় সম্পন্ন, খুব দ্রæত তাও হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে কোন অনিয়ম, স¦জনপ্রীতি করার সুযোগ নেই।

পত্রিকা একাত্তর /তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news