হরিপুরে আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

হরিপুরে আশ্রয়ণ প্রকল্প নিয়ে  প্রেস ব্রিফিং

প্রতিবার ঈদে উপহার হিসেবে দেই লুঙ্গি আর শাড়ি, এইবার ঈদে উপহার হিসেবে দিবো বাড়ি, মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপে দুই শতাংশ খাস জমিতে দুই লক্ষ উনষাট হাজার টাকার মূল্যে নির্মিত ১৬৪টি বাড়ি আগামী ২৬শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুমিহীন বাড়ির মালিকের নিকট বাড়ি উপহার দিবেন।

এই উপলক্ষে হরিপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল করিম গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে হরিপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেছেন। এই সময় উপস্থিত ছিলেন,

হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউর হাসান মুকুল, সহ কারি কমিশনার( ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা প্রকৌশলী, হরিপুর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প ও মোতাহারা পারভীন সুমিসহ হরিপুর উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন এই উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৯৩৬টি বাড়ি গৃহ হীন ও ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হয়েছে, তৃতীয় ধাপে এই উপজেলায় আরো ৩৮০টি বাড়ি নির্মাণের কাজ চলছে, এর মধ্যে আগামী ২৬ শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬৪টি বাড়ির গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে চাবি ও সনদ তুলে দিবেন।

পত্রিকা একাত্তর /মো জসীম উদ্দীন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news