দিনাজপুর সিংড়া জাতীয় উদ্যানে পুনবার্সন কেন্দ্রে সংগৃহীত ১৯টি শুকুন অবমুক্ত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২ এপ্রিল, ২০২২, ২ years আগে

দিনাজপুর সিংড়া জাতীয় উদ্যানে পুনবার্সন  কেন্দ্রে সংগৃহীত ১৯টি শুকুন অবমুক্ত
শুকুন অবমুক্ত

শীতের মৌসুমে দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে অসুস্থ বা খাদ্যাভাবে ক্লান্ত শুকুনদের সংগ্রহ করা হয়। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সিংড়া জাতীয় উদ্যানে বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত অসুস্থ শুকুনদের নিবির পরিচর্যার মাধ্যমে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সময় অনুযায়ী প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। তারই কর্মসূচী হিসেবে এবার সুস্থ ১৯টি শুকুন অবমুক্ত করা হল।

শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ বন অধিদপ্তর ও আই ইউ সি এন বাংলাদেশ এর যৌথ আয়োজনে বীরগঞ্জ উপজেলায় সিংড়া জাতীয় উদ্যানের প্রাঙ্গনে শুকুন অবমুক্তকরন এর সচেতনতামুলক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন। বগুড়া সামাজিক বন অঞ্চল, বন সংরক্ষক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক (সুফল প্রকল্প) গোবিন্দ রায়, ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক ও বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন, দিনাজপুর সামাজিক বনবিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল-মামুন, রাজশাহী বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থ্পনা ও প্রকৃতি সংরক্ষন এর বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, আইইউসিএন বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ প্রমুখ।

সঞ্চালকের দায়িত্বে থাকেন আইইউসিএন বাংলাদেশ এর এসপিও এ.বি.এম সারোয়ার আলম দিপু।সচেতনতামুলক আলোচনাসভা শেষে দৃষ্টি নন্দন এলাকার জনগনের উপস্থিতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এক এক করে প্রায় ১৯টি শুকুন অবমুক্ত করেন।

শুকুনদের ছেড়ে দেবার সময় প্রতিটির পায়ে আন্তর্জাতিকভাবে একটি বিশেষ চিহ্ন দেওয়া হয় যেন বহিঃবিশ্বে গেলে বুঝতে পারে এটি বাংলাদেশের পরিচর্যা ও পুনবার্সন কেন্দ্র থেকে এসেছে।

পত্রিকা একাত্তর/মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news