মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ এবং মানববন্ধন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৩ মার্চ, ২০২২, ২ years আগে

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ এবং মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এবং বেসরকারি শিক্ষক কর্মচারিদের আসন্ন ঈদের আগেই এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারিরা। অন্যান্য দাবির মধ্যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া,চিকিৎসা ভাতা, দাবি করেছেন তারা।

১১ দফা বাস্তবায়নের দাবিতে গোর এ শহীদ বড় ময়দান মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারিরা। এর আগে কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসূচি পালন করেছন তারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি তুলে দেন শিক্ষক সমিতির সভাপতি আহসানুল হোক মুকুল এবং সাধারন সম্পাদক মাতলুব মামুনসহ অন্যান্যরা।

পত্রিকা একাত্তর/ মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news