দিনাজপুরে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৭,৫৭৮জন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৩০ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

দিনাজপুরে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৭,৫৭৮জন

অতিমারি করোনার মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ।

গতবারের তুলনায় এবারের ফলাফল বেশ ভালো। জিপিএ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন ছাত্র-ছাত্রী। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বরাবরের মতো এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিন রংপুর বিভাগে ৮ জেলায় এবার অংশ নিয়েছিল ১ লাখ ৯৩ হাজার ৪১২জন ছাত্র-ছাত্রী। ফলাফলে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ। বরাবরের মতো এবারও জিপিএ ৫ প্রাপ্তি এবং পাসের হারে ছাত্রদের তুলনায় শীর্ষে রয়েছে ছাত্রীরা। ১৭ হাজার ৫৭৮ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৯০৬ জন ছাত্রী এবং ছাত্ররা পেয়েছে ৮ হাজার ৬৭২জন। অন্যদিকে ঝরে পড়েছে ২ হাজার ৮১১জন পরীক্ষার্থী।

দুপুর ১২টায় গণমাধ্যম কর্মীদের ফলাফলের সার সংক্ষেপ ইমেইলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান।

ফলাফল পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টিমুখ করাসহ আনন্দ উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

এদিকে প্রথম বারের মত নতুন শিক্ষা নীতিতে এসএসসিতে ৫৪জন অংশ নিয়ে ১৯জন জিপিএ ৫ অর্জনসহ শতভাগ পাশ করেছে দিনাজপুরের হলিল্যান্ড কলেজের পরীক্ষার্থীরা।

সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে সাংবাদিক সেেম্মেলন করে এসব তথ্য প্রদান করেন উপ পরিক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশীদ মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজ পরিদর্শক ফারাজ উদ্দীন তালুকদার, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মওদুদ বাবু, সাবেক সহ সভাপতি শাহীন খান প্রমুখ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news