উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২০ মার্চ, ২০২২, ২ years আগে

উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ অভিযান পরিচালনা করে ৮,৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত মাদক কারবারির নাম মোহাম্মদ আয়াস (২৮) পিতা- মৃত মীর আহম্মদ, মাতা- মৃত বিলকিস, সাং- ব্লক- ডি১৪, ক্যাম্প-০৩, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা

২০ মার্চ (রবিবার) বিকাল ৩.৩০ মিনিটের দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১৫ (কক্সবাজার) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল বিকাল ৩.৩০ টার দিকে উক্তস্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের সময় একজনকে ধৃত করা হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮,৮০০ (আট হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরো বলেন,আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল শp করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ এফ,করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news