নানা আয়োজনে ইবিতে শিশু দিবস ও বঙ্গবন্ধু জন্মদিন পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়

১৭ মার্চ, ২০২২, ২ years আগে

নানা আয়োজনে ইবিতে শিশু দিবস ও বঙ্গবন্ধু জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, দোয়া মাহফিল ও শিশুদের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া পতাকা উত্তোলন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে এটি মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে ক্যাম্পাসের মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন, অনুষদ, হল, বিভাগ, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহিদা আখতার। পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news