নির্বাচনে জিতেই বিরোধীদের হুমকি, ভুক্তভোগীর থানায় অভিযোগ !

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৮ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

নির্বাচনে জিতেই বিরোধীদের হুমকি,  ভুক্তভোগীর থানায় অভিযোগ !

নির্বাচনে জিতেই বিরোধী প্রার্থী ও সমর্থকদের ওপরে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চতুর্থ ধাপে নির্বাচিত এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অনেকে এলাকাও ছেড়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন এক ভুক্তভোগী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উসমান আলী নামের এক ভুক্তভোগী। যেখানে বলা হয়, গত ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে পাঁচজন প্রার্থী নির্বাচন করেন। নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে জয়ী হয় কৃষ্ণপুর গ্রামের সাইদুল ইসলাম। আর মোরগ প্রতীক নিয়ে সাইদুলের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করেন হারুন অর রশীদ। কিন্তু নির্বাচনে যারা টিউবওয়েলের বিরোধিতা করেছেন তারা সবাই এখন সাইদুলের শত্রুতে পরিণত হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনের পরদিন গত ২৭ ডিসেম্বর সাইদুলের সঙ্গে মোরগ প্রতীকের কর্মী পাইকপাড়া গ্রামের উসমান আলীর দেখা হয়। সেই সময় সাইদুল উসমানকে মেরে ফেলার হুমকি দেয়। এতে ভীত হয়ে পুলিশের সহায়তা চান উসমান।

ভুক্তভোগী উসমান আলী বলেন, সাইদুল জয়ী হয়ে আমাকেসহ আমাদের মোরগ প্রতীকের বেশ কয়েকজন কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার কারণে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

মোরগ মার্কার পক্ষে কাজ করা আরেক কর্মী বলেন, সাইদুল হাটে বাজারে বা রাস্তায় দেখা হলে বিভিন্ন রকম হুমকি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। এলাকার অনেকেই তার কাছে মাইর খেয়েছে। অনেককে বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই হাশেম বলেন, হুমকির বিষয়ে উসমান আলী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নব নির্বাচিত ইউপি সদস্য সাইদুল ইসলাম নিজের দোষ স্বীকার করে বলেন, ভুলবশত কিছু হয়তো বলেছি। প্রকৃত পক্ষে কারও প্রতি আমার আর কোনো রাগ নেই। আমি অনেকের কাছে ভুল স্বীকার করেছি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news