শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরই নারীরা সকল ক্ষেত্রেই এগিয়ে গেছে

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৮ মার্চ, ২০২২, ২ years আগে

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরই নারীরা সকল ক্ষেত্রেই এগিয়ে গেছে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ভাষা আন্দোলন থেকেশুরু করে দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে উল্লেখ করে বলেন, বর্তমানপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ওমর্যাদাকে নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ পদক্ষেপ ও নেতৃত্বে নারীউন্নয়ন আজ দৃশ্যমান। নারীরা আজ অবহেলিত নয়, স্বাবলম্বী।বিগত সরকারেরআমলগুলোতে নারীরা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পরইনারীরা সকল ক্ষেত্রেই এগিয়ে গেছে। দেশের অর্থনৈতিককে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলহিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীরউন্নয়ন ও কর্মসংস্থানে নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা আজ ঘরে বসে নেই। তারাঘরে ও বাইরে পুরুষদের পাশাপাশি বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক ও উন্নয়নমুখীকর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

০৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমীমিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনজাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচিন চাকমা, দিনাজপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহীপ্রধান মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদসরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানজেসমিন আরা জোস্না, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ,দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারন সম্পাদকতারিকুন বেগম লাবুন, এমবিএসকের নির্বাহী প্রধান রাজিয়া সুলতানা, জেলাভ্যাটেনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, সহকারী কমিশনার অনিন্দিতা রানীভৌমিক প্রমুখ।

দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিনশারমিনাজ।এর আগে বর্নাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া বেলুন উড়িয়ে নারী দিবসের সকলকার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।সহযোগিতা ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সমুহ ও নিববন্ধনকৃতসমিতিসমুহ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ, নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছরএই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্যনির্ধারণ করেছে, ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’ এর আলোকে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘টেকসইআগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’

পত্রিকা একাত্তর / মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news