মেহেদী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

২৮ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

মেহেদী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মিরাজ (১৬) হত্যার ঘটনায় বিচারের দাবিতে উত্তাল এখন ঠাকুরগাঁও জেলা। মঙ্গলবার দুপুরে নিহত মেহেদীর পরিবার, এলাকাবাসী ও মেহেদির বিদ্যাপীঠ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

আজ সকালবেলা এলাকাবাসী ও মেহেদির পরিবারের লোকজন বিসিক শিল্প নগরী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়ে মিছিল নিয়ে চৌরাস্তায় জড়ো হয়ে সেখানে ঘন্টাব্যাপী অবস্থান নেয়।

এসময় চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে। সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম এসে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিলে অন্দোলনকারীরা সড়কের অবরোধ তুলে নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে পরিবার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বক্তব্য দেন নিহত মেহেদীর মা মাহফুজা খাতুন বাবা আব্দুল মালেক নানী আজমিরা খাতুন নানা সমির উদ্দিন মামা আমজাদ হোসেন খালা ওয়াফা বিনতে জামান মেহেদীর বন্ধু আদিব শিশির, প্রক্তন ছাত্র সৌগত দেবনাথ সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু, এলাকাবাসীর পক্ষে খোতেজা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর রাতে পৌরশহরের দুরামারি নামক স্থানে দুবৃত্তদের ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্র মেহেদেী হাসান (১৬) নিহত হয়। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাতামা করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news