চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাক

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২ মার্চ, ২০২২, ২ years আগে

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাক

নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ঊর্ধ্বতন শিল্প নির্দেশক স্থপতি বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাক আর নেই।

বুধবার (২রা মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জিএম আব্দুর রাজ্জাক নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির মৃত আছির উদ্দিন আহমেদের পুত্র।

ঢাকার কুর্মিটোলার ফোয়ারা, নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতি অম্লান, ডোমারের মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ হৃদয়ে স্বাধীনতার নকশাকার ছিলেন জিএম আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন উল্লেখযোগ্য চিত্রকর্ম করেছেন তিনি।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ, নীলফামারী প্রেসক্লাব, ডোমার উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news